শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ :
‘আমরা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই’ হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল হোসেন আমরা পাওয়ার দেখাতে আসিনি,একটা দায়িত্ব নিয়ে এসেছি: ড. সালেহউদ্দিন আহমেদ ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান হামজার আগমনে উচ্ছ¡সিত বাফুফে সভাপতি সরাইলে বিপুল পরিমানে ৫৫ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক দুপুরে সচিবালয়ে হবে উপদেষ্টা হাসান আরিফের জানাজা

নারায়ণগঞ্জে শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৮ ছিনতাই মামলার আসামি

সাহাবউদ্দিন,নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে (২০) হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ১৮ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার ওই ছিনতাইকারীর নাম অনিক (২৮) বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, সীমান্তকে যে ছিনতাইকারী ছুরিকাঘাত করে তাকে আমরা মঙ্গলবার রাতে সুইচগিয়ারসহ গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে সীমান্তের মোবাইল ফোনটি উদ্ধার করেছি। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছে। আমরা প্রাথমিকভাবে তিনজনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

তিনি বলেন, ছিনতাই রোধে আমরা আমাদের সিনিয়র অফিসারদের দিয়ে আমাদের মোবাইল টিমগুলো ঠিকমতো কাজ করছে কি না তা তদারকি হচ্ছে। আমরা এটা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। ছিনতাই হয়ত এত সহজে নির্মূল হবে না তবে অনেক কমে আসবে। তিনি আরো বলেন, আপনাদের এলাকায় যে দুষ্ট লোক আছে আমাদের আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন। পুলিশ তো আর সকলকে চেনে না। আমরা দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনবো।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com