রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সাহাবউদ্দিন,নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে (২০) হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ১৮ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার ওই ছিনতাইকারীর নাম অনিক (২৮) বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, সীমান্তকে যে ছিনতাইকারী ছুরিকাঘাত করে তাকে আমরা মঙ্গলবার রাতে সুইচগিয়ারসহ গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে সীমান্তের মোবাইল ফোনটি উদ্ধার করেছি। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছে। আমরা প্রাথমিকভাবে তিনজনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি বলেন, ছিনতাই রোধে আমরা আমাদের সিনিয়র অফিসারদের দিয়ে আমাদের মোবাইল টিমগুলো ঠিকমতো কাজ করছে কি না তা তদারকি হচ্ছে। আমরা এটা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। ছিনতাই হয়ত এত সহজে নির্মূল হবে না তবে অনেক কমে আসবে। তিনি আরো বলেন, আপনাদের এলাকায় যে দুষ্ট লোক আছে আমাদের আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন। পুলিশ তো আর সকলকে চেনে না। আমরা দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনবো।