শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন
এইচ,এম,জহিরুল ইসলাম, বিজয়নগর প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:রওশন আলীর নির্দেশনায়, বিশেষ অভিযানে ১৮ই ডিসেম্বর বিকাল ৪ঘটিকায় সময়, গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের এস আই মো:মনিরুল ইসলাম ও এ এস আই ইউসুফ গাজী সজ্ঞীয় ফোর্স নিয়ে
হরষ পুর টু আউলিয়া রোড, দারিয়া পুর ক্লাব ঘরের সামনে হতে ১৪০০পিস ইয়াবাসহ ১জন কে আটক করে,
আটককৃত আসামী হল, বিজয়নগর উপজেলার পাহাড় পুর ইউনিয়ন চানপুর গ্রামের, জাহের মিয়ার ছেলে মো:জাকির হোসেন,তাহার সজ্ঞে থাকা আরেক জন মাদক ব্যবসায়ী পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়,পলাতক আসামি হলেন,পাহাড়পুর ইউনিয়ন সেজামুরা গ্রামের, মৃত,শহিদ মিয়ার ছেলে সুমন মিয়া,
এবিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:রওশন আলী জানান, মাদকসহ ১জন ব্যবসায়ী আটক করা হয়েছে,মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে,এ অভিযান চলবে,বিজয়নগর সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।