সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে এই রাউন্ড শুরু করেছে যুবা টাইগ্রেসরা। ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
আজ বৃস্পতিবার মালয়েশিয়ার বুয়েমাস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান তোলে বাংলাদেশ। ভারত ৮১ রানের লক্ষ্য টপকে যায় ৮ উইকেট আর ৪৭ বল হাতে রেখেই।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ১৪ রান করেন ওপেনার মোসাম্মৎ ইভা। ১০ নম্বরে নামা হাবিবা ইসলাম করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪ বলে ১১ রান। এছাড়া ওপেনার ফাহমিদা চয়া ১৪ বলে ১০ ও নিশীতা আক্তার নিশি ১৭ বলে ১০ করেন। বাকিরা সবাই এক অংকে আটকে থাকেন।
ভারতের হয়ে ওপেনার গনগাদি তিশা খেলেন ৪৬ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস। তার সঙ্গে ১৪ বলে ২২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নিকি প্রাসাদ। ওপেনার জি কামালিনি ৪ বলে ০ ও তিনে নামা সানিকা চাকি ৯ বলে ০ রানে আউট হন।
সুপার ফোরে প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরের ম্যাচ নেপালের বিপক্ষে। অন্যদিকে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল।