রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
শেখ আব্দুল্লাহ আল মামুন,তালা উপজেলা প্রতিনিধিঃ সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পাটকেলঘাটায় বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৭ ডিসেম্বর বিকাল ৩টা থেকে পাটকেলঘাটা হাইস্কুল থেকে শুরু হয়।মিছিলটি শুরু হওয়ার আগ মুহূর্তে মুঠোফোনে স্বাগত বক্তব্য রাখেন, তালা- কলারোয়ার সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব।
এসময় তিনি নেতা কর্মীদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সকলের উদ্দেশ্য বলেন,স্বাধীনতার ঘোসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করছি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, সাথে সাথে বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।এরপর বিজয় মিছিলটি সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজুর সভাপতিত্বে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো পরিদর্শন শেষ করে পাঁচ রাস্তার মোড়ে এসে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাবেক যুবদলের সফল সভাপতি হাফিজুর রহমান হাফিজ, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক -মোস্তফা হোসেন মন্টু, সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্মআহ্নবায়ক আলি হোসেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ: রকিব,তালা উপজেলা কৃষক দলের সভাপতি ডা:মামুনুর রহমান খান,ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিদুল হক লিটু, তালা উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জি এম আবু মুহিত, পাটকেলঘাটা থানা ছাএদলের সাধারণ সম্পাদক আবির হোসেন ও বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।