রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ ঢাকার বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় এক ধাপ নিচে নেমে এলেও, কুয়াশার সঙ্গে বাতাসের এই দূষণ সুস্থ মানুষের জন্যও অনেক ক্ষতিকর। আজ সকালে ঢাকার বায়ুমান রেকর্ড করা হয়েছে ২০৫, এবং তালিকায় দেশের তৃতীয় অবস্থানে রয়েছে।
বায়ুদূষণ তালিকায় শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৩০০ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, লাহোরের দূষণ স্কোর ২৩৫ এবং ঢাকার স্কোর ২০৫ অর্থাৎ এ দুই শহরেরও বায়ু খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে ঘানার আক্রা এবং পঞ্চম অবস্থানে পাকিস্তানের আরেক শহর করাচি রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।