রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

ওসমানীনগর( সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আয়া ও নৈশ প্রহরীর সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানান অপপ্রচারের অভিযোগ উঠেছে ।

গত ২২ অক্টোবর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহল আল রাজি ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে নৈশ প্রহরী, আয়া এবং প্রধান শিক্ষক নিয়োগ বিষয়ে সচ্ছতা রয়েছে বলে জানিয়েছেন। বর্তমানে এলাকার কতিপয় দূস্কৃতিকারীরা ব্যাক্তিগত বিরোধের জের ধরে বিদ্যালয়ের লেখা পড়ার ভাবমূর্তি ক্ষুন্ন করার পায়তারায় লিপ্ত রয়েছে বলে লিখিত অভিযোগে প্রকাশ করেছেন তিনি।

১৬ অক্টোবর এলাকার কতিপয় লোকজন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে উল্লেখীত নিয়োগের বিষয়ে অনিয়ম এর লিখিত অভিযোগ দিয়েছেন । এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায় বিষয়টি তদন্ত করে কর্তৃপক্ষ বরাবরে প্রতিবেন দাখিল করেছেন বলে জানিয়েছেন তিনি । উক্ত বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ সাইফ উদ্দিনের সাথে আলাপকালে তিনি জানান আমার যোগদানের আগেই বিদ্যালয়ে নৈশ প্রহরী এবং আয়া নিয়োগ দেওয়া হয়েছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্ত করে নিয়োগটি যতাযত হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্টাতা অভিভাবক সদস্য শফি আহমদ চৌধুরী বলেন নৈশ প্রহরী দিনারের নিয়োগ যতাযত হয়নি এতে অনিয়ম রয়েছে সে উচ্চ বিদ্যালয়ে লেখা পড়া করেনি তবে শরৎ সুন্দরী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির সাটিফিকেট সংগ্রহ করা হয়েছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায় এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন নৈশ প্রহরী নিয়োগের বিষয়টি তদন্ত করে কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেছি

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com