রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইসরায়েলের ভূখণ্ডে ফের ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিবের কাছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে ইয়েমেন থেকে ছোঁড়া একটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়। তবে, ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করতে ব্যর্থ হন তারা।
ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র জানান, কিছুক্ষণ আগে তেল আবিবের দক্ষিণে একটি আবাসনে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি বেনি ব্রাক শহরে পতিত হয়েছে।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠীটির দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এসব হামলা করছে এবং তারা গাজার ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাবে।
এর আগে, গত ৯ ডিসেম্বরও হুথিদের একটি ড্রোন হামলায় ইসরায়েলের ইয়াভন শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।