রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে

সাহাবউদ্দিন,নারায়গন্জঃ ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় সায়মন বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে সিয়াম নামের এক হোসিয়ারী শ্রমিককে।নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।

২০ ডিসেম্বর রাত পৌনে দশটার দিকে ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এমন ঘটনা ঘটেছে ।

নিহত সিয়ামের মা কাঞ্চন জানান, দুই মাস অসুস্থ ছিলো সিয়াম। সুস্থ হলে পনেরো দিন পূর্বে সিয়াম একটি হেসিয়ারী কারখানায় কাজে যোগ দেয়।

শুক্রবার রাত নয়টার দিকে সিয়ামের মোবাইল ফোনে ফোন করলে সিয়াম তাকে জানায় বাসায় ফিরতে রাত ১০ টা বাজবে। এরপরে রাত পৌনে ১০ টার দিকে দু তিন ছেলে বাসায় এসে জানায় সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে।তবে কারা কি কারনে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে তা সে বলতে পারে নাই।

নিহত সিয়ামের সহোযোগিরা জানায়,পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে সায়মন, মেহেদী, ইকরাম, আব্দুল্লদহ ও মহিউদ্দিনসহ বেশ কয়েকজন পিলকুনী পাঁচ তলার সামনে থেকে নিহত সিয়ামকে তুলে নিয়ে অটোরিক্সাযোগে তক্কার মাঠ মসজিদ সংলন খানকা মাঠে নিয়ে যায়।

খানকা মাঠে নিয়ে গিয়ে কুপিয়ে তাকে পুনরায় রিক্সায় করে পাচঁ তলার সামনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তা থেকে তুলে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সিয়াম কে মৃত ঘোষনা করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার বিবরণে জানান, তিনি জানতে পেরেছেন সিয়াম নামের একজন কে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান শরিফুল ইসলাম।

ওসি আরো জানান, নিহতের ডান পাশের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। এতেই তার মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com