রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
ওমর,সিনিয়র বিভাগীয় ব্যুরো চীফ সিলেটঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় তথ্য উপাত্তের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ লক্ষীপুর বিওপির একটি বিশেষ টহলদল কর্তৃক বিজিবি কায়দা কানন ব্যবহার করে ২২শে ডিসেম্বর ২০২৪ইং তারিখে আনুমানিক ০০:৪০ ঘটিকায় সীমান্ত পিলার-২০০২/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর নামক স্থান হইতে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল-৫৮৪ বোতল আটক করে।
আটককৃত ভারতীয় ফেন্সিডিলের সিজার মূল্য প্রায় ২,৩৩,৬০০/- (দুই লক্ষ তেত্রিশ হাজার ছয়শত) টাকা। আটককৃত মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে ফেন্সিডিল সহ কোন প্রকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান আছে ও থাকবে।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সঙ্গে পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।