রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
মো. অহিদ মিয়া, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে মাঈন উদ্দিন হামিম স্মৃতি ওয়ান নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবদুল হান্নান ভুঁইয়া।লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যহ, শ্রমিক নেতা মো. সেলিম, সেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ করিম শিফন, বিশিষ্ট সমাজ সেবক আবদুল্লা বাহার।
খেলায় সার্বিক তত্ত্বাবধানে মো. হাসনাত চৌধুরী, মো, হাছান, মো. কাউচার হোসেন, ইয়াকুব মুন্না রিপন, মো. মহিন প্রমুখ।মাঈন উদ্দিন হামিম স্মৃতি সংঘ এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। অনুষ্ঠান শেষে খেলোয়াড় ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।