শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

বিপিএলে খেলছেন না সাইম আইয়ুব!

 

ক্রীড়া ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটের সেনসেশন সাইম আইয়ুব। গেলবারের মতো আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলার কথা ছিল তরুণ এই ওপেনারের। তবে আসর শুরুর দিন কয়েক আগেই তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আসন্ন বিপিএলে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা সাইম আইয়ুবের। এরই মধ্যে হঠাৎ তাকে নিয়ে অনিশ্চয়তার নেপথ্য কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। আজ থেকে শুরু হওয়া প্রথম টেস্টের একাদশেও জায়গা পেয়েছেন। চলতি সিরিজের পর সপ্তাহ খানেক বিরতি দিয়ে আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে পাকিস্তানের।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাইম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে দুই সেঞ্চুরি করেছিলেন। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ারও অন্যতম নায়ক তরুণ এই ওপেনার। পরবর্তীতে ডাক পেয়েছেন টেস্ট সিরিজেও। যে কারণে বিপিএলে দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি। তবে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ এখনই আশা ছাড়ছে না।

দলটির এক কর্মকর্তা বলেছেন, ‘৭ তারিখ পর্যন্ত খেলা আছে ওর (সাইম আইয়ুব), এরপর ১৫ তারিখে আবার ম্যাচ আছে। মাঝের সময়ে যদি সুযোগ হয় তাহলে দুটি ম্যাচ খেলতে পারে। আলোচনা চলছে।

একনজরে ঢাকা ক্যাপিটালস স্কোয়াড

দেশি খেলোয়াড়ঃ মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার,সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান।

বিদেশী খেলোয়াড়ঃ থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকিনাজি, চতুরাঙ্গা ডি সিলভা, জহুর খান, শাহনেওয়াজ দাহানি, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানুল্লাহ সাফি, জিন পিয়ের কোটজে, শুভম শুভ রঞ্জনা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com