শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০০০ (আট হাজার ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০২ জন গ্রেফতার

ওমর, বিভাগীয় ব্যুরো চীফ সিলেটঃ জেলা ব্রাহ্মণবাড়িয়া ২৪শে ডিসেম্বর ২০২৪ইং তারিখে রাত্র ৭:৩০ ঘটিকার সময় আশুগঞ্জ থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/ গাজী রবিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ আশুগঞ্জ থানাধীন চরচারতলা সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার আনুঃ ৩০ (ত্রিশ) গজ পূর্বপাশে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৮০০০ (আট হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০২ জন কে গ্রেফতার করে

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:- (১) ফরিদা আক্তার নুপুর (৩৫) স্বামী- আল আমিন পিতা-মৃত আব্দুল গোলফান প্র: ফালু মিয়া মাতা-সালমা বেগম (২) আরিয়া ইশা (২১) পিতা-নুর হোসেন মাতা-মোরশেদা বেগম স্বামী-মো: বেলাল উভয় সাং-পানগাঁও, কোন্ডা ইউপি-কোন্ডা থানা-দক্ষিণ কেরানীগঞ্জ জেলা-ঢাকা।

এ বিষয়ে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ বিলাল হোসেন মিডিয়া প্রতিনিধিকে জানান, তথ্য উপাত্তের ভিত্তিতে পুলিশি কায়দা কানুন ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট সহ আসামিদের আটক করা হয়। থানায় মামলার রজু প্রক্রিয়াধীন । আসামি কোর্ট হাজতে সোপর্দ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান জিরো টলারেন্স । মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com