শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
মিলন মন্ডল, গাইবান্ধা প্রতিনিধিঃ অন্তবর্তী কালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পলাশবাড়ীতে আগমন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোহাম্মদ মোয়াজ্জেম আহম্মদ।
বুধবার ২৫ ডিসেম্বর দুপুরে তিনি পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন।
এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা জামায়াতে আমীর আবু বক্কর ছিদ্দিকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী শুক্রবার ২৭ ডিসেম্বর অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।