শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন
ওমর, বিভাগীয় ব্যূরো চীফ সিলেটেঃ জেলা ব্রাহ্মণবাড়িয়া ২৭শে ডিসেম্বর ২০২৪ইং তারিখে আনুমানিক ৫:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল কর্তৃক তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা কানুন ব্যবহার করে সীমান্ত পিলার ২০০১/এমপি হইতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৩,৪৪,৯৪,০০০ (তিন কোটি চুয়াল্লিশ লক্ষ চুরানব্বই হাজার) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের City Gold Chain- ১,৩৭,৯৭৬ পিস আটক করে। আটককৃত ভারতীয় City Gold Chain আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে অবৈধ কোন প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।