রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি

অগ্নিশিখা প্রতিবেদকঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাইলেন। তিনি বলেন, সারাদেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নাই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় এ সহযোগিতা চাইলেন তিনি।

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই উল্লেখ করে এ সময় তিনি বলেন, ছিনতাই খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। চুরি, ছিনতাই, ডাকাতি কমাতে পুলিশের কাছে ওইভাবে কোনো ম্যাজিক নেই।

বাহারুল আলম বলেন, জুলাই-আগস্টের যাতে পুনরাবৃত্তি না হয়, সেভাবেই পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে। আন্দোলনের সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সহকারে দেখা হচ্ছে। তবে এখনো সিরিয়াস কিছু পাওয়া যায়নি বলে আশ্বস্ত করেন তিনি।

সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন, আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে।

এ সময় ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, কী কারণে মানুষের এত ক্ষোভ পুলিশের ওপর, তা বিশ্লেষণ করা উচিত। ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে এত প্রাণহানি হতো না বলে জানান ডিএমপি কমিশনার।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com