রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
বিনোদন প্রতিবেদকঃ দেশের বাস্তব চিত্র প্রকাশ করে চলচ্চিত্র বানাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় জাদুঘরে ‘১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠানে এ কথা বলেন ফারুকী।এ ছাড়া দেশের সংস্কৃতি থেকে কলকাতার আধিপত্য ভাঙতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এবারের উৎসবে ফিলিস্তিনি পরিচালক তারিকের ‘জু’, যুক্তরাষ্ট্রের শাকিব আসরারের ‘এলিস ওয়েলকাম’ ও বাংলাদেশি পরিচালক শক্তি বণিকের ‘অন্তঋণ’ তিনটি আলাদা ক্যাটেগরিতে পুরস্কার জিতে নিয়েছে। গতকাল তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এতে অতিথি ছিলেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান ও সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান। চিত্রশিল্পী ওয়াকিলুর বলেন, সংস্কৃতিতে যুক্ত ব্যক্তিদের রাজনীতি বিষয়ে সচেতন থাকা উচিত। সংস্কৃতিতে রাজনীতি প্রবেশ করানো উচিত নয়।