শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ বিগত সরকারের আমলে তারা পুলিশ ও ডিবি ও র্যাবের ভয়-ভীতি দেখিয়ে দীর্ঘদিন নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, এইসব ভূমিদস্যুরা চাষাড়া থেকে সাইনবোর্ডের প্রতিটা এলাকায় এসব অপকর্ম এখনো ও চালিয়ে যাচ্ছে এ ব্যাপারে পুলিশকে জানাইলে কোন সুরাহা মেলেনা এমত অবস্থায় নারায়ণগঞ্জে আতঙ্ক বিরাজ করছে তাই অতি দ্রুত এসব চক্রকে প্রতিহত করার দাবি জানাচ্ছে সাধারণ মানুষ এই ভূমিদস্যু চাঁদাবাজদের সেল্টার দাতা জাহাঙ্গীর আলাম (১)আলাউদ্দিন ওরফে কালু(২)আবু হাসান ওরফে মাসুদ রানা (৩) (৩)জাহাঙ্গীর আলম (৪) ভেস্পা রিফন সহ তার গেংরা। এরা কখনো নিজেকে দাবি করেন পুলিশ কখনো দাবি করেন সাংবাদিক কখনো দাবী করেন মুক্তিযোদ্ধার সন্তান কখনো দাবি করেন পুলিশের সোর্স।