শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
তারুণ্যের উৎসব উদযাপনে ওসমানীনগরে প্রস্থুতি সভা ফেব্রুয়ারি মধ্যেই সবার হাতে নতুন বই যাবে: শফিকুল আলম পীরগঞ্জে তারুণ্যের উৎসব পালিত সরাইলে ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক প্রায় ২ কোটি ৬৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস্ সামগ্রী আটক লামায় ব্যবসায়িকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় সবক ও দোয়া অনুষ্ঠিত ৫৭ হাজার কোটি টাকা একাই লুট করেছেন ‘দরবেশ’ বাহরাইনের শিল্পমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক দেশে ভিক্ষা করার লোক খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে মানব পাচারকারীর দালাল সহ আটক ২

কালীগঞ্জে কালুখালী জনকল‍্যান সংঘের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন

বিশেষ প্রতিনিধিঃ“শীতার্তদের মাঝে উষ্ণতা পৌঁছে দিব আমরা” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে শীতার্ত অসহায়-সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বেসরকারী সাহায্য সংস্থা কালুখালী জনকল‍্যান সংঘের উদ্যোগে কম্বল বিতরন করা হয়।

শুক্রবার ২৭ডিসেম্বর বিকাল ৪ টায় উপজেলার কালুখালী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সামনে কালুখালী গ্রামের হতদরিদ্র,অসহায় ও সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরন করা হয়। বেসরকারী সাহায্য সংস্থা কালুখালী জনকল‍্যান সংঘের সভাপতি ডক্টর মো:ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো: টিপু সুলতান,( বিসিএস শিক্ষা ) এসময় কম্বল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব আব্দুল কাদের বিশ্বাস, সভাপতি কালুখালী বাজার জামে মসজিদ,তুফান মিয়া বিশিষ্ট সমাজসেবক,মশিয়ার রহমান, প্রধান শিক্ষক কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ‍্যালয়, ওয়াহিদুজ্জামান পিন্টু,সহকারী প্রফেসর কোটচাঁদপুর মহিলা কলেজ,ঝিনাইদহ। মোহাম্মদ আলী,প্রধান শিক্ষক,কালুখালী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়,মুশফিকুল হাসান টুটুল,মনজুরুল কবীর,সার্জেন্ট গোলাম রসুল অব: বাংলাদেশ সেনাবাহিনী, সাংবাদিক জেলা ঝিনাইদহ, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালুখালী জনকল‍্যান সংঘের সকল সদস্য সহ স্হানীয় আরো অনেকেই ।

অনুষ্ঠানে বক্তারা কালুখালী জনকল‍্যান সংঘের সঙ্গে থাকা সকল সদস্যদের কে ধন্যবাদ জানিয়ে বলেন সমাজের সকল ধণাঢ্য,বিত্তবান,রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক সংগঠন সহ সকলকে এগিয়ে আসার আহবান জানান। এবং এসময় বক্তারা বলেন শীত শুরুর সাথে সাথে সমাজের অসহায়,গরীব-হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরন করা হলে তাদেরকে আর হাঁড় কাঁপুনি শীতে কাঁপতে হয় না। তাই সকলকেই শীতের আগে ভাগে শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এদিকে প্রচন্ড শীতের মাঝে শীতার্ত অসহায় মানুষেরা শীতবস্ত্র হাতে পেয়ে তাদের মুখে হাসি ঝিলিক দেখা যায়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com