শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
ওসমানীনগর প্রতিনিধিঃ বিভিন্ন ধরণের মামলা-হামলার কারণে ১৭ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা বালাগঞ্জ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমদ। পিতার মৃত্যু পরও দেশে ফেরা হয়নি যুক্তরাজ্য বিএনপি এই নেতার।
শনিবার সকালে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছান লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক, ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল আহমদ। এসময় বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী। দীর্ঘদিন পর নিজ দলের নেতাকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুপ্ত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সোহেল আহমদ। দুপুরে দুই শতাধিক গাড়ি বহরে বিমানবন্দর থেকে বালাগঞ্জ সদরে নিয়ে আসলে নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় শেষে গৌরিনাথপুর গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসেন স্থানীয় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোহেল আহমদের আগমন উপলক্ষে বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস.এম আনোয়ারুল ইসলাম,সাবেক আহবায়ক আব্দুর রশিদ,বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল,বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম,বালাগঞ্জ জিয়া সংসদের সভাপতি আজমান আলী জুয়েল,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমুল হোসেন।
বক্তারা বলেন,বিএনপি পরিবারে জন্মগহন করে পিতার আদর্শে ছাত্র রাজনীতিতে যুক্ত হন সোহেল আহমদ। এম.ইলিয়াস আলীর দিক নির্দেশনায় বালাগঞ্জ ছাত্রদলকে সু-সংগঠিত করণের মাধ্যমে জাতিয়তাবাদি চেতনা লালন করে ২০০৭সালে তত্বাবদায়ক সরকারের আমলে নানা হামলা মামলার শিকার হয়ে বাড়ি ছাড়েন সোহেল। পরে যুক্তরাজ্য গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির রাজনীতি সক্রিয় অবস্তান ধরে বাংলাদেশে স্বৈরাচার বিরুদ্ধে ভিবন্ন আন্দোলন সংগ্রামে রাখেন অগ্রনী ভূমিকা। বালাগঞ্জে বিএনপিকে সু-সংগঠিত করে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতে সচেতনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশ-জাতির উন্নয়নে কাজ করার আহবান জানান তারা।
সভাশেষে সোহেল আহমদের পিতা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম গেদাই মিয়ার কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।