শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:০২ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের ফতুল্লা ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার মহানগর বিএনপির প্রভাবশালী এক নেতার নির্দেশে আমলাপাড়ায় ব্যবসায়ীর ছেলের কাছে চাঁদা দাবি ও মারধর, থানায় অভিযোগ চলে গেলেন ‘বাঘা যতীন’ খ্যাত জনপ্রিয় পরিচালক অরুণ রায় আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে: দুদু ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে নাঃঅর্থ উপদেষ্টা হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জামিন পেলেন না চিন্ময় দাস “শিশু কাননের প্রতিটি শিক্ষার্থী আমার সন্তান : পরিচালক রুহুল আমিন “ ট্রাম্প হোটেলের সামনে টেসলার সাইবারট্রাক বিস্ফোরণ, নিহত ১ বৈষম্যহীনভাবে যোগ্যদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে

থার্টিফার্স্ট নাইটে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

অগ্নিশিখা প্রতিবেদকঃ পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা উতরে উঠেছি। থার্টিফার্স্ট নাইট নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই মন্তব্য করেছেন, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কোনো থ্রেট নেই। পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা উতরে উঠেছি। আমাদের এখন কোনো সমস্যা নেই। আমরা যে কোমায় যাওয়ার অবস্থায় গিয়েছিলাম, সেটি থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো।

ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে ঢাকা মহানগরীতে কেমন পুলিশ ফোর্স মোতায়েন করা হবে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। প্রত্যেক ফাঁড়ি থেকে রাতের বেলা কমপক্ষে দুইটি পেট্রোল টিম থাকে, থানা থেকে চারটি-পাঁচটি টিম থাকে। এটা আমাদের রেগুলার ডিপ্লোয়মেন্ট। আজকে শুধু থার্টিফার্স্ট নাইট উপলক্ষে এর বাইরে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করছি এটা যথেষ্ট। আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি৷ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, ৩০০ ফিট, উত্তরা দিয়াবাড়ী এলাকায় বেশি পুলিশ মোতায়েন থাকবে।

মো. সাজ্জাত আলী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আতশবাজি ফুটিয়ে ইংরেজী নববর্ষকে বরণ করা হয়, বাংলাদেশে পরিবেশের এত সমস্যা কেনো? এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, প্রথমত পৃথিবীর বিভিন্ন দেশে থার্টিফার্স্ট উদযাপিত হয়। বেশিরভাগ দেশে এটি নববর্ষ, আমাদের দেশে নয়। দ্বিতীয়ত, অন্যান্য দেশে একটি নির্দিষ্ট স্থানে ইংরেজি নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়, পুরো শহরজুড়ে আতশবাজি করা হয় না।

পুলিশের মনোবল ফিরে এসেছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা উতরে উঠেছি। আমাদের এখন কোনো সমস্যা নেই। আমরা যে কোমায় যাওয়ার অবস্থায় গিয়েছিলাম, সেটি থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো।

এর আগে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, থার্টিফার্স্ট নাইটে যাতে আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা না ফোটানো হয় সেজন্য গত এক সপ্তাহ ডিএমপি রাজধানীতে অভিযান পরিচালনা করে ১২৭ কেজি আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা জব্দ করেছে। এ বিষয়ে ৫টি মামলা হয়েছে এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com