বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার অধ্যাপক মামুন মাহমুদ কে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করায় আনন্দ মিছিল সাংবাদিক জামালউদ্দিনের মায়ের ইন্তেকাল লক্ষীপুরের দত্তপাড়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার যেভাবে পালালেন শামীম ওসমান আনিসুল হকের ৩ দিনের রিমান্ড শ্রম সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন নারায়ণগঞ্জে আ.লীগের লিফলেট বিতরণে গ্রেপ্তার হওয়া ৪ জন রিমান্ডে

ট্রাম্প হোটেলের সামনে টেসলার সাইবারট্রাক বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে পিকআপ ট্রাক হামলায় ১৫ জন নিহতের রেশ কাটতে না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবারট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলার সঙ্গে ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এই মুহূর্তে এ ধরনের কোনো রিপোর্ট তাদের হাতে নেই বলে জানানো হয়েছে।

নিউ অরলিন্সের হামলাকারী এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় আহত সবাই শিশু।

বেশ কিছু ফুটেজে দেখা গেছে, ট্রাম্প হোটেলের প্রবেশ পথের একেবারে সামনেই সাইবারট্রাকটি পার্কিং করা হয়। বেশ কয়েক সেকেন্ড সেখানে অবস্থানের পর ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে।

এফবিআই বলছে, এই বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাইবারট্রাকে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে একটি পিকআপ ট্রাক নিয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হন। ওই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৫ জন। এই ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। শামসুদ্দীন জব্বার নামের ওই ব্যক্তি মার্কিন নাগরিক। নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে ভিড়ের মধ্যে তিনি পিকআপ নিয়ে হামলা চালান।

এদিকে এফবিআই জানিয়েছে, ওই পিকআপের ভেতর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা উদ্ধার করা হয়েছে। তারা এই হামলাকে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ হিসেবেই তদন্ত করছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই সন্দেহভাজন ব্যক্তি হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও আপলোড করেন। সেখানে ইঙ্গিত পাওয়া গেছে যে, তিনি আইএস কর্মকাণ্ডে অনুপ্রাণিত ছিলেন এবং ‘হত্যাকাণ্ডের’ প্রতিও তার আগ্রহ তৈরি হয়েছিল।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com