রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি-ঃ নারায়ণগঞ্জের জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সদর জোনের একটি বিশেষ অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৭টার ডিবি পুলিশের এসআই অংকুর কুমার ভট্টাচার্য এবং এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা থানাধীন আজমেরীবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আজমেরীবাগ এলাকার বারোভিলা বিল্ডিংয়ের অষ্টম তলায় অবস্থিত একটি ফ্ল্যাট থেকে বিজয় (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মো. মোখলেছুর রহমানের ছেলে এবং দেওভোগ, নারায়ণগঞ্জ সদর এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানে বিজয়ের শয়নকক্ষ থেকে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, মাদকদ্রব্য নির্মূলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com