বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

সর্বশেষ :
তারুণ্যের উৎসব উদযাপনে ওসমানীনগরে প্রস্থুতি সভা ফেব্রুয়ারি মধ্যেই সবার হাতে নতুন বই যাবে: শফিকুল আলম পীরগঞ্জে তারুণ্যের উৎসব পালিত সরাইলে ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক প্রায় ২ কোটি ৬৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস্ সামগ্রী আটক লামায় ব্যবসায়িকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় সবক ও দোয়া অনুষ্ঠিত ৫৭ হাজার কোটি টাকা একাই লুট করেছেন ‘দরবেশ’ বাহরাইনের শিল্পমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক দেশে ভিক্ষা করার লোক খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে মানব পাচারকারীর দালাল সহ আটক ২

হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিলন মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিরুল ইসলাম জাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মতিয়ার রহমান লাভলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, শিক্ষক সালমা আক্তার শিউলি, গোলজার রহমান, শিক্ষার্থী সুরাইয়া তাজমীম ও মরিয়া আক্তার প্রমুখ। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচালক লাভলু তাঁর বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তানদেরকে আদর্শ মানুষ এবং সুনামধন্য ফলাফলের দায়িত্ব গ্রহণ করেছি। অভিভাবক হিসেবে আপনাদেরও দায়িত্ব রয়েছে আপনার সন্তানদেরকে মোবাইল ফোন, গাইড ও নোট বই থেকে বিতরণ রাখুন। আপনার সন্তান সু-মানুষ এবং ভালো ফলাফল প্রদান না করলে সে দায়ভার আমি নিয়েছি। কারণ আপনার সন্তান আমার কাছে থাকে প্রায় ১২ ঘন্টা।

প্রতিদিন এই সময় আপনাদের সন্তানকে আমরা নিজের সন্তান হিসেবেই মনে করি। কিন্তু মোবাইল ফোন, গাইড ও নোট পরিহার না করলে ভালো ফলাফলের দায়ভার আমি নিব না। তাই সকল অভিভাবকগণকে সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখার আহাবান রাখেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com