মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
ওসমানীনগর(সিলেট)সংবাদদতাঃ সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ৩ জানুয়ারী দুপুর ২ টায় তাজপুর ইউনিয়নের তার নিজ গ্রাম উদর কোনা পাল পাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর র্যাব-৯ এর একটি দল তাকে গ্রেফতার করেছে। র্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মসিউর রহমান সুহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে বলেছেন একাধিক মামলা থাকায় আনা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো.মোনায়েম মিয়া এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন গ্রেফতারের বিষয়টি শুনেছি তবে আনা মিয়াকে থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়নি।