সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ :
ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকদলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভূমিদস্যু ও চাঁদাবাজদের অত্যাচার অতিষ্ঠ নারায়ণগঞ্জ বাসি রূপগঞ্জে গলাকাটা নারীর দেহ উদ্ধার রাজনীতিবিদরা ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে’ঃ গিয়াস উদ্দিন ৫দিনের রিমান্ডে দারোগা কনক: অধরা এসপি অটো রাসেলসহ অন্যান্যরা পীরগঞ্জে পল্লীতে অগ্নিকান্ডে ২ পরিবারের ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত ডালিমে ত্বকের আশ্চর্যজনক ৪ উপকারিতা ঢাকায় শুরু হলো অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুমতি পেলে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ওসমানীনগর সিলেট সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ” নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার।”

অনুষ্ঠানটি ওসমানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে আয়োজিত হয়। ২( জানুয়ারী) বৃহস্পতিবার দুপুর ২.৫০ টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে ওয়াকাথন এর যাত্রার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। ওয়াকাথনে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সমাজসেবক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত। অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন ।

অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, সাধারণ সম্পাদক, ইসলামী সমাজ কল্যান পরিষদ সিলেট, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক, শেখ হাফিজ ফাউন্ডেশন, ওসমানী নগর সিলেট, মোঃ আব্দুল আলিম প্রচার সম্পাদক হজরত শাহজালাল (রাঃ) এতিমখানা ওসমানীনগর। এছাড়া উপস্থিত ছিলেন এস এম মশিউর আলম মুসা ইউসকা,মোঃ সুহেল রানা ইউসকা,মোছাঃ সান্না বেগম মোঃ শাহীন মিয়া। আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আরও অনেক।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবার মাধ্যমে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব। এ কার্যক্রমে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com