মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ নতুন বছরে লা লিগার প্রথম ম্যাচ ছিল বেশ নাটকীয়তায় ভরপুর। জুড বেলিংহ্যামের পেনাল্টি মিসের পর ভিনিসিয়ুস জুনিয়রের লাল কার্ড। কোনো কিছুতেই সাবলীল ছিল না রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের এমন বাজে দিনে ত্রাতা হয়ে এসেছেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। তার ঝলকেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শুক্রবার (৩ জানুয়ারি) ভ্যালেন্সিয়ার মাঠে উত্তেজনায় ঠাঁসা ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে হুগো দুরোর গোলে পিছিয়ে পড়ে রিয়াল। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে লুকা মদ্রিচ সমতায় ফেরান লস ব্লাঙ্কোদের। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন জুড বেলিংহ্যাম। এদিন ৭৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিনিসিউস জুনিয়র। ফলে শেষ দিকে ১০জন নিয়ে খেলতে হয়েছে রিয়ালকে।
এই জয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে।
প্রথমার্ধে ভ্যালেন্সিয়ার আক্রমণ ঠেকাতেই কেটেছে রিয়াল মাদ্রিদের। তবে ২৭ মিনিটে গোলরক্ষক থিবো কোর্তয়া আর পারেননি। গেররার শট কোনোমতে ঠেকিয়ে দিয়েছিলেন এই বেলজিয়ান গোলরক্ষক। ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো।
গোলরক্ষক দিমিত্রিয়েভস্কির বীরত্বে বেশ কয়েকবার বেঁচে যায় ভ্যালেন্সিয়াও। শুরুতেই ভালভার্দের দূরপাল্লার শট ঠেকিয়েছেন। ৩৮ মিনিটে ভালভার্দের আরও একটি বুলেট শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর পাঁচ মিনিট পর ভিনিসিউসের শট অন্যমতে ঠেকান দিমিত্রিয়েভস্কি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে দেয় রিয়াল। কিন্তু প্রতিপক্ষের একের পর এক ফাউলে খেলার গতি বাধাপ্রাপ্ত হচ্ছিল।
৫২ মিনিটে ডি-বক্সে কিলিয়ান এমবাপ্পেকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু বেলিংহ্যামের নেয়া পেনাল্টি পোস্টে লেগে ফেরে। এই প্রথম স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে পেনাল্টি মিস করলেন এই ইংলিশ মিডফিল্ডার।
৫৮ মিনিটে বল আলে পাঠান এমবাপ্পে। কিন্তু বল পাওয়ার সময়ে তিনি অফসাইডে থাকায় গোল বাতিল হয়। ৭৯ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। প্রতিপক্ষের ক্রমাগত উস্কানিতে গোলরক্ষক দিমিত্রিয়েভস্কির কাঁধে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন ভিনিসিউস।
৮৫ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বদলি নামা লুকা মদ্রিচ। বেলিংহ্যামের দারুণ পাস থেকে জাল খুঁজে নেন এই ক্রোয়াট মিডফিল্ডার।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জয়সূচক গোল পায় রিয়াল। ফুলকিয়ের কাছ থেকে বল পেয়ে উদ্দেশ্যহীন দুর্বল ব্যাক পাসে বিপদ ডেকে আনেন হুগো গিয়ামন। সুযোগ কাজে লাগিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান বেলিংহ্যাম।