মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে মুকুল (৪৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুকুলসহ ডাকাত দল ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। এরআগে গত ২৬ ডিসেম্বর রাতে বিল্লাল নামে এক ডাকাত সদস্য গণপিটুনিতে মারা যায়।
পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের ওপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বের ডাকাত দলকে ঘেরাও দেয়।
৭ থেকে ৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত মুকুলকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন-ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।