বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ইজভেস্তিয়া সংবাদপত্র শনিবার জানিয়েছে, ইউক্রেনের ‘কামিকাজে’ ড্রোন হামলায় ঐ পত্রিকার এক সাংবাদিক নিহত হয়েছেন। অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তিনি ড্রোন হামলার শিকার হন।
আলেকজান্ডার মার্তেমিয়ানভ নামের ওই সাংবাদিক ইজভেস্টিয়া সংবাদমাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছিলেন। রুশ-নিয়ন্ত্রিত শহর গোর্লিভকাতে সহকর্মীদের সঙ্গে গোলাগুলির খবর সংগ্রহ করে ফিরে আসার সময় তার গাড়িটি হামলার শিকার হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরআইএ এবং আরও চারটি মিডিয়ার কর্মীরা ওই হামলায় আহত হয়েছেন। ইজভেস্টিয়া সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলেকজান্ডার মার্তেমিয়ানভ যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। মারাত্মক ভাবে আহত হওয়ার পর তার মৃত্যু হয়।
ইউক্রেন সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা অন্যান্য মৃত্যুর ঘটনাও তদন্ত করছে।
এর আগে ইজভেস্টিয়ার আরেক সামরিক সংবাদদাতা সেমিয়ন ইরেমিন গত বছর জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোনের আঘাতে নিহত হন।