বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
মিলন মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য। মানবসেবায় জাগ্রত হোক প্রতিটি হৃদয়। এ প্রত্যাশা নিয়ে শীতার্ত মানুষেরর সেবায় ‘মানবতার দেয়াল’ কার্যক্রম চালু করেছে পলাশবাড়ী প্রেসক্লাব।
শনিবার (৪ জানুৃযারি) প্রেসক্লাবের সামনের সড়কে কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু।
এসময় পৌর এলাকা ছাড়াও বিভিন্ন গ্রামের শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে গরম কাপড় হিসেবে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, এটি একটি মহতী উদ্যোগ। যা প্রশংসার দাবিদার। সমাজের সামর্থবান সকল ব্যক্তি-প্রতিষ্ঠানকে সেবামূলক এমন কাজে যুক্ত হবার আহবান জানান তিনি।
প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার বলেন,শীতার্ত দুস্থ-অসহায় পরিবারের পাশে দাঁড়াতে মানবতার দেয়াল কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। আমাদের চাই আমাদের এ ছোট্ট উদ্যোগ অনুপ্রাণিত হয়ে বিত্তশালীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াবে।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার বলেন, পৌষের তীব্রশীতের প্রকোপ থেকে বাঁচতে শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেয়াল কার্যক্রম চালু করা হয়েছে। আগামী একমাস অথবা প্রয়োজনে শীত যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানবতার দেয়াল কার্যক্রম চলমান থাকবে।
এখানে সমাজের বিত্তবান মানুষ তাদের অব্যহৃত গরম কাপড় জমা দিবেন এবং সমাজের অসহায়-খেটে খাওয়া মানুষরা তা নিয়ে যেতে পারবেন। এই কার্যক্রমে বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি।