বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

সর্বশেষ :
সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা ফতুল্লায় বিভিন্ন অপকর্মের মূলহোতা একাধিক মামলার আসামী ‘ধর্মীয় লেবাসধারী’ ফেন্সি আলমগীর অধরা ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার জয় শাহের স্থলাভিষিক্ত হচ্ছেন যিনি সিরিয়ার কুর্দ যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের বন ভূমি দখলে বাধা দেওয়া ফরেস্ট অফিসে কিশোর গ্যাং এর হামলা ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির সম্পন্ন চকরিয়ার বদরখালীতে কিশোরীকে গণ ধর্ষণের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি মহেশখালীতে, আটক ৭ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক ঢাকা ও কলকাতার বায়ু খুবই অস্বাস্থ্যকর

ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আমরা মাথানত করব না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আমরা মাথানত করব না— এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতনের ফলে আমাদের সামনে একটা সুযোগ এসেছে। আমরা সবসময়ই দেশকে দুর্নীতিমুক্ত করতে চেয়েছি এবং আজও চাই। গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করতে চাই।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই মুহূর্তে জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সব ছাত্রকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সবার আগে মনযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে মনোযোগী হতে হবে। এরপরে প্রধান দায়িত্ব হলো- দেশের দিকে মনোযোগী হয়ে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করা। শক্তিশালী এসব দর্শন জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্বও ছাত্র সমাজকে নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় খুব কম সময় পেয়েছিলেন। কিন্তু এই অল্প সময়েই তিনি ছাত্রদের মেধা বিকাশের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। বৈষম্যহীন সমাজ গঠনেও তার ভূমিকা অপরিসীম। তবে আমাদের দুর্ভাগ্য যে তিনি তার উদ্দেশ্য বাস্তবায়নে খুব একটা সময় পাননি।

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু করিম, ওবায়দুল্লাহ মাসুদ, মহেবুল্লাহ আবু নুরসহ অনেকে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিগত ১৫ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। সেই পতিত স্বৈরাচার দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা ও আহত করেছে। তিনি বলেন, আজ যখন আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি; তখন আমাদের সামনে একটা নতুন সুযোগ এসেছে।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত শুরু হয়েছে। আমরা কখনোই সেই ষড়যন্ত্র-চক্রান্তের কাছে মাথানত করবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র চেয়েছিলেন। কিন্তু আজ সবক্ষেত্রে বৈষম্য, দুর্নীতি হচ্ছে। আমরা যদি অবাধ, নিরপেক্ষ, জনসাধারণের অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে একটি সার্বভৌম পার্লামেন্ট গড়ে তুলতে পারি; তবেই এসব লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।’

ছাত্রদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘ছাত্রদের সবসময় জ্ঞানচর্চা করতে হবে। তাদের এখন জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। কীভাবে দেশের ও পরিবারের কল্যাণ হবে সেই চেষ্টা করতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে হবে।’

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com