মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে রূপগঞ্জে এক যুবককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আর এই ঘটনার জেরে ফের প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়েছেন আহত আবু হানিফের (২৮) স্বজন।
শনিবার ৪ জানুয়ারি রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁওয়ে ঘটে এ ঘটনা।
হামলার শিকার আহত আবু হানিফ একই ইউনিয়নের লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে।
ভুলতা ইউনিয়নের পাড়াগাঁওয়ে অনেকেই বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পাশের গ্রামের শাহিন মিয়ার পরিবারের সঙ্গে হানিফের দ্বন্ধ পুরানো। এই দ্বন্ধ নিয়ে শনিবার রাত সাড়ে ৭টার দিকে হানিফের সঙ্গে পাড়াগাঁওয়ে শাহিনের কথা বাগবিতণ্ডার ঘটনা ঘটে। তখন শাহিন লোকজন নিয়ে হানিফের ওপর হামলা চালিয়ে আহত করে। আহত হানিফের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আবু হানিফকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা শুরু করে
পরবর্তীতে এমন ঘটনার জের ধরে হানিফের স্বজন ক্ষিপ্ত হয়ে শাহিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে রূপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের এএসপি (গ সার্কেল) মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, ওই খবরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আবু হানিফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রূপগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা শাহিনের বাড়িতে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেহেদী হাসান।