বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ :
ফরিদপুরে রেল ক্রসিংয়ে নিহত ৫ জনের পরিচয় মিলেছে এইবারও বিএনপির হাতছাড়া নারায়ণগঞ্জ-৪ ফতুল্লায় এক গ্যারেজের ভেতরে চালককে হত্যা, দুই ইজিবাইক ছিনতাই জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশে চাকরি দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি সাইফুজ্জামান শেখর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ দুর্নীতি মামলা অজানা কারণে মামলা থাকলেও পুলিশ গ্রেফতার করছে না তিন চাঁদাবাজকে আর্থিক খাতে এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনিঃ হুসনে আরা শিখা মন্ত্রিত্ব হারানোর চাপে টিউলিপ, চীনে সরকারি সফরে যেতে বাধা সিদ্ধিরগঞ্জে রাতভর কিশোরগ্যাংয়ের হামলায় শতাধিক বাড়ি ভাংচুর, আহত ১০

১১ দিন পর সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলে দেওয়া হলো

অগ্নিশিখা প্রতিবেদকঃ ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ে আগুনে পোড়া ৭ নম্বর ভবন। ৯ তলা ভবনের ৫ তলা পর্যন্ত অফিস চালু হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা আজ থেকে সেখানে অফিস করছেন।

রোববার (৫ জানুয়ারি) থেকে ভবনের ভেতরের ভাল থাকা ফ্লোরগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা অফিস শুরু করেছেন। একই সঙ্গে গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।

গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা ৬ ঘণ্টা সময় লাগে আগুন নেভাতে এবং আরও ৪ ঘণ্টা লাগে আগুনের অস্তিত্ব শেষ করতে। আগুন লাগার পর থেকে ক্ষতিগ্রস্ত ভবনটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সঙ্গে উপদেষ্টা ও সচিব পর্যায়ের কর্মকর্তা ছাড়া কারো গাড়ী প্রবেশ করতে দেওয়া হয়নি। সীমিত সংখ্যক সাংবাদিক প্রবেশের অনুমতি দেওয়া হলেও বন্ধ ছিল অন্যান্য বেসরকারি দর্শনার্থী প্রবেশ। রোববার (৫ জানুয়ারি) গিয়ে দেখা গেছে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন। তবে পাঁচতলার পর গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পাঁচতলায় পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ভবনের চারতলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তিনতলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, দুইতলায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।

তবে এখনো ভবনটি থেকে পোড়া গন্ধ বের হচ্ছে। পাঁচ তলায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা শফিউল হক বলেন, এখনো পোড়া গন্ধ লাগছে নাকে। অফিস করছি ভয়ে ভয়ে। চার তলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মচারী জোহরা বেগম বলেন, এতোদিন ভবনটা বন্ধ ছিলো। আজ থেকে অফিস করতে শুরু করেছি। পোড়া গন্ধ পাচ্ছি একটু একটু। আমাদের ওপরে যেতে মানা। তাই আমাদের ফ্লোরেই আছি। ভবনের মাঝের লিফট বন্ধ আছে। এদিকে কাজ শুরু হলেও পাঁচতলাতে এখনো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে। ভবনটিতে বিদ্যুৎ দেওয়া হলেও পানি সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রণালয় ভিত্তিক ছাড়াও মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে। সেখানে জানিয়েছে, বৈদ্যুতিক ‌‘লুজ কানেকশন’ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com