বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ ভারতের অনুমতি পেলে সেদেশে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’। কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেছেন, ‘ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান এ কথা জানান।
বিডিআর হত্যাযজ্ঞ নিয়ে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, এই হত্যাকাণ্ডে দেশি-বিদেশি চক্রান্তের ইঙ্গিত থাকলেও কেবল অভিযোগ নয়, যথাযথ প্রমাণ হাজির করতে হবে। কমিশন ছোট-বড় সব প্রমাণকেই গুরুত্ব দিয়ে পর্যালোচনা করবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতকে অনুরোধ জানানো হবে। যদি ভারত রাজি না হয়, তবে তাদের অনুমতি নিয়ে তদন্ত কমিশন সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। এমনকি কোনো যানবাহন বা নিরাপত্তা সেবা না পাওয়া সত্ত্বেও তদন্ত কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকার অঙ্গীকার করে। মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, গত ১৬ বছরে বহু প্রমাণ নষ্ট হয়ে গেলেও, কমিশন সত্য উদঘাটনে কাজ করবে। কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সবার সহযোগিতায় তদন্ত প্রক্রিয়া চালানো হবে।
তদন্ত কমিশন আগামী তিন মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার পরিকল্পনা করছে। তবে প্রয়োজনে সময় বাড়ানোর আবেদন করা হবে। মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, কমিশন চায় সব পক্ষ যেন ন্যায়বিচার পায় এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করা যায়।