বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
ফরিদপুরে রেল ক্রসিংয়ে নিহত ৫ জনের পরিচয় মিলেছে এইবারও বিএনপির হাতছাড়া নারায়ণগঞ্জ-৪ ফতুল্লায় এক গ্যারেজের ভেতরে চালককে হত্যা, দুই ইজিবাইক ছিনতাই জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশে চাকরি দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি সাইফুজ্জামান শেখর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ দুর্নীতি মামলা অজানা কারণে মামলা থাকলেও পুলিশ গ্রেফতার করছে না তিন চাঁদাবাজকে আর্থিক খাতে এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনিঃ হুসনে আরা শিখা মন্ত্রিত্ব হারানোর চাপে টিউলিপ, চীনে সরকারি সফরে যেতে বাধা সিদ্ধিরগঞ্জে রাতভর কিশোরগ্যাংয়ের হামলায় শতাধিক বাড়ি ভাংচুর, আহত ১০

রাজনীতিবিদরা ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে’ঃ গিয়াস উদ্দিন

সাহাবউদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি বীরমুক্তিযুদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ‘সমাজ ভালো হলে দেশ ভালো হবে। আমরা রাজনীতিবিদরা ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে। ৫ আগষ্টের আগে সরকারের কাছে গ্রামের সহজ সরল মানুষ ন্যায় বিচার পায় নাই। স্বৈরাচার সরকার গ্রামের ন্যায় বিচার ধ্বংস করেছে। এখন মানুষ অসহায়। সমাজে ন্যায় বিচার পাইতে হলে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। নারায়ণগঞ্জের সুনাম ফিরিয়ে আনতে হলে রাজনীতিবিদসহ সকল মহলে ভাল কাজ করতে হবে।’

গতকাল রোববার (৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৪নং ওয়ার্ডের আটি এলাকায় নারায়ণগঞ্জ তরুণ দলের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযুদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ তরুণ দলকে মোবারকবাদ জানিয়ে মুহাম্মদ গিয়াস উদ্দিন আরো বলেন, সমাজে অসহায় মানুষের পাশে প্রতিটি বিত্তবানকে এগিয়ে আসলে গরীব অসহায় মানুষের কিছুটা হলে দুঃখ লাগব হবে।

নারায়ণগঞ্জ তরুণ দলের সভাপতি টিএইচ তোফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নাসিক -৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জিএম সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, নাসিক -৪নং বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আয়ুব আলী মুন্সী ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাগর প্রধানসহ অনেকেই।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com