বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
অহিদ মিয়া, : লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাহাত হোসেন বাবুকে অস্ত্রসহ গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীর পরিবার, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল ও বিএনপি’র সহযোগী অংগ-সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার ৬জানুয়ারি দুপুর ৩টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার বাস স্ট্যান্ডে মানববন্ধন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তব্যে বাবুর বাবা শাহ আলম বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে ঘর থেকে নিয়ে যায়।পরিকল্পিতভাবে ইয়াবা ব্যবাসয়ী জহির ডিবি’র সাথে জোগ-সাজোস করে আমার ছেলে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয়। কারন আমার ছেলে বিভিন্ন সময় মাদক বিরোধী কর্ম-কান্ডে লিপ্ত ছিল। আমি আমার ছেলের দ্রুত মুক্তি কামনা করি।
এসময় গ্রেফতারকৃত বাবুর মা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার নিরাপরাধ ও শ্রমিক ছেলকে দ্রত মামলা থেকে প্রত্যাহার করে মুক্তি দাবী জানান।উপস্থিত নেতা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন বক্তব্য দেন, বক্তারা স্বেচ্ছাসেবকদল নেতা রাহাত হোসেন বাবু’র মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি কামনা করেন।
রাহাত হোসেন বাবু সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের কোয়ার বাড়ির শাহ আলমের ছেলে। সে ৪নং ওয়ার্ড পশ্চিম লতিফপুর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক।
প্রসংগত, গত ৪জানুয়ারী রাত ৮টার দিকে সাদা পোশাকে বাবুকে নিয়ে যায় বলে তার পরিবার অভিযোগ করে। পরে বাবুর তথ্যমতে প্রয়াত সোলায়মান উদ্দিন জিসান এর কবরের প্লাস্টিকের নিচে থেকে একটি এলজি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাহাত হোসেন বাবুকে অস্ত্রসহ গ্রেফতার করে। পরবর্তীতে তাকে অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এড. সামছুল আলম, বাবুর পিতা শাহ আলম, মা রুনা বেগম, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের ১নং যুগ্ন আহ্বায়ক এম এ হান্নান (মেম্বার), চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু হানিফ স্বপন, সদস্য সচিব জাবেদ হোসেন, যুগ্ন আহ্বায়ক মনির হোসেন টিপু, ফরিদুজ্জামান দিপু, হোসেন আহম্মেদ রাসেল, উত্তর জয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. মনির হোসেন, লতিফপুর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সোহেলসহ স্থানীয় কয়েক শতাধিক এলাকাবাসী।