বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজ থেকে হারেজ মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা চালককে হত্যা করে দুটি ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহত হারেজ মিয়া (৪৫) নীলফামারী সদরের তালুক মানুষমারা গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।
গ্যারেজ মিস্ত্রি খোরশেদ বলেন, সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছেন। তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে মাথা থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত মরদেহ। এরপর গ্যারেজ মালিক কে জানাই।গ্যারেজ মালিক এসে দেখেন চারটি গাড়ির মধ্যে দুটি নেই। দুর্বৃত্তরা হারেজ কে মাথায় ও মুখে আঘাত করে হত্যার পর দুটি ইজিবাইক নিয়ে গেছে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মামলার হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।