বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ :
সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা ফতুল্লায় বিভিন্ন অপকর্মের মূলহোতা একাধিক মামলার আসামী ‘ধর্মীয় লেবাসধারী’ ফেন্সি আলমগীর অধরা ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার জয় শাহের স্থলাভিষিক্ত হচ্ছেন যিনি সিরিয়ার কুর্দ যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের বন ভূমি দখলে বাধা দেওয়া ফরেস্ট অফিসে কিশোর গ্যাং এর হামলা ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির সম্পন্ন চকরিয়ার বদরখালীতে কিশোরীকে গণ ধর্ষণের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি মহেশখালীতে, আটক ৭ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক ঢাকা ও কলকাতার বায়ু খুবই অস্বাস্থ্যকর

মন্ত্রিত্ব হারানোর চাপে টিউলিপ, চীনে সরকারি সফরে যেতে বাধা

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘসময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন টিউলিপ সিদ্দিক। তিনি সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও।

সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, অর্থমন্ত্রী রাচায়েল রিভিসের সঙ্গে চীন সফরে তার যাওয়ার কথা ছিল। তবে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নির্দেশে টিউলিপের বিরুদ্ধে তদন্ত করছেন মন্ত্রিসভার ‘মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের’ উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনের ফ্ল্যাটের তথ্য গোপন করা ছাড়াও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, তার খালা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগসাজশ করে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

লন্ডনের ফ্ল্যাটের তথ্য ফাঁস হওয়ার পর থেকে টিউলিপের ওপর চাপ বাড়ছে। এতে তিনি মন্ত্রিত্ব হারানোর মুখে পড়তে পারেন। যদিও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পক্ষে অবস্থান নিয়েছেন, কিন্তু তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে।

ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেছেন, “কীভাবে টিউলিপ সম্পদ অর্জন করেছেন, তা প্রকাশ করা জরুরি। তার খালার দুর্নীতির মাধ্যমে এই সম্পদের কোনো সংযোগ রয়েছে কি না, সেটি তদন্ত হওয়া উচিত।”

অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী হিসেবে টিউলিপ যুক্তরাজ্যের অর্থনৈতিক বাজারে দুর্নীতি অনুসন্ধানের দায়িত্বে থাকলেও এখন নিজেই দুর্নীতির অভিযোগের সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতি তাকে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com