বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার শতাধিক বাড়িঘর, দোকানপাটে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে কিশোরগ্যাং নামধারী অপরাধীরা।কিশোর গ্যাংয়ের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে আতংক।
সোমবার ৬ জানুয়ারী রাত ১০ থেকে শুরু হওয়া এই তান্ডব চলাকালীন সময় রাত ২ টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আতংকিত এলাকাবাসী জানান, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ, গিয়াস উদ্দিন ও আনিস মিয়ার নেতৃত্বে শতাধিক কিশোরগ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উত্তর রসুলবাগের মহল্লা মহল্লায় হামলা চালায়। কমিউনিটি পুলিশের নেতা ও সাজু ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজুর বাড়িতে হামলা এবং ভাঙচুর চালিয়ে কয়েক লাখ টাকার ক্ষতি সাধন করে।
হামলাকারীরা সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা নিমাইকাশারী ও বাঘমারা এলাকার মোজাম্মেল হক, মফিজ মিয়া, কামাল হোসেন, মোরতোজা আলী, মোস্তফা মিয়া, জালাল উদ্দিন, হাফিজ উদ্দিন, হাজী টাওয়ার ও মোজাম্মেল হকের মার্কেটের কমপক্ষে ১৫টি দোকানে হামলা ও ভাঙচুর চালায়। তাদের হামলায় সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি তৈয়ম হোসেন, সিজান মিয়া, বিল্লাল হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হন।আহতদের স্থানীয় ক্লিনিকে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমন ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী উত্তর রসুলবাগের বাসিন্দা লাতু মিয়া জানান, রিয়াজ উদ্দিন, গিয়াস উদ্দিন ও আনিস মিয়ার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে পুরো এলাকায় তান্ডব চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে জানালা ও সিসি ক্যামেরা ভাঙচুর চালায় । ঘরের দরজা ভাঙার জন্য তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চারিয়ে ভাংচুর করে। এলাকাবাসীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
আব্দুল মোতালিব মিয়া আরো জানান, চিহ্নিত কিশোরগ্যাং ও মাদক ব্যবসায়ীরা রসুলবাগ এলাকায় প্রভাব বিস্তার করতে প্রতিপক্ষের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় যাকে সামনে পেয়েছে তাকেই মারধর ও আহত করেছে তারা।