বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
কোহিনূর আক্তার, কক্সবাজারঃ কক্সবাজারের চকরিয়ায় মহেশখালীর সীমান্তবর্তী বদরখালীতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
রোববার ৫ জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে মহেশখালীর এক কিশোরী বাঁশখালী থেকে বদরখালী স্টেশনে পৌছালে সংঘবদ্ধভাবে ধর্ষকরা ধারালো ছুরি দেখিয়ে তাকে পার্শ্ববর্তী প্যারাবনে নিয়ে যায়। সেখানে ৪/৮ জন মিলে তাকে গণধর্ষণ করে।কিশোরীকে মূমুর্ষ অবস্থায় বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।।
এই ঘটনাকে কেন্দ্র করে ধর্ষকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এছাড়া মঙ্গলবার দিন ব্যাপী মহেশখালীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ধর্ষকদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। উক্ত মানববন্ধনে ছাত্র, শিক্ষক, আমজনতা সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে। উক্ত ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মহেশখালী সহ আশপাশের এলাকায়।
পুলিশের তৎপরতায় বদরখালী ও মহেশখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই পর্যন্ত ০৭ জনকে আটক করা হয়েছে।
দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের চৌধুরী ও মহেশখালী থানার ওসি বখতিয়ার উদ্দিন ধর্ষকদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানে তাদের দৃঢ প্রত্যাশা ব্যক্ত করেন।