বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ চার বছরের দায়িত্ব পালন শেষে আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন গ্রেগ বার্কলে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সদ্য সাবেক সেক্রেটারি জয় শাহ। তাকে সতর্ক করে বার্কলে জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেন ভারতের অধীনে চলে না যায়। ক্রিকেটকে অন্য স্তরে নিয়ে যাওয়ার সামর্থ্যও জয় শাহর আছে বলে মনে করেন সাবেক এ চেয়ারম্যান।
প্রতিদ্বন্দ্বিদের নাম মঙ্গলবারই চূড়ান্ত করেছেন বোর্ডের নির্বাচনী কর্মকর্তা এবং ভারতের নির্বাচন কমিশনের সাবেক প্রধান অচল কুমার জ্যোতি। দেবজিৎ ছাড়া আর কেউই সচিব পদে লড়ার জন্য আবেদন করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিততে চলেছেন তিনি।
পাশাপাশি, কোষাধ্যক্ষ পদে আসছেন প্রভতেজ সিংহ ভাটিয়া। আগের কোষাধ্যক্ষ ছিলেন আশিস শেলার। তবে তিনি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছেন। তারপরেই বোর্ডের পদ ছেড়ে দিয়েছেন। সেই শূন্যস্থান পূরণ করবেন প্রভতেজ।
গত সপ্তাহে মনোনয়ন গ্রহণ করা শুরু হয়েছিল। তা প্রত্যাহার করার জন্য মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সময় ছিল। কেউ নাম তোলেননি। ফলে প্রার্থীদের নাম মঙ্গলবার বিকেলেই জানিয়ে দেওয়া হয়। আগামী ১২ জানুয়ারি বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সে দিনই নির্বাচন হবে এবং জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। যেহেতু দু’টি পদেই আর কেউ লড়ছেন না, তাই যারা মনোনয়ন দিয়েছেন তাদের নাম ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা।
জয় শাহের উত্তরসূরী কে হবেন তা নিয়ে জল্পনা ছিল। বাকিদের পেছনে ফেলে এগিয়ে ছিলেন দেবজিতই। তিনি আগে বোর্ডের যুগ্ম-সচিব ছিলেন। এ ছাড়া রোহন জেটলির নামও শোনা যাচ্ছিল। তবে রোহন দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি হওয়ায় সেই জল্পনার ইতি হয়। এর পরেই দেবজিতের সম্ভাবনা জোরালো হয়।
দেবজিৎ অবশ্য ন’মাসের বেশি দায়িত্বে থাকবেন না। কারণ বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে। তার পর আবার নির্বাচন হবে। তবে তিনি পুনর্নিবার্চিত হতে পারেন।