শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
কোহিনূর হেলাল, কক্সবাজারঃ কক্সবাজারে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর আল মুহাম্মদ হক আহাদ (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আহাদ স্থানীয় সৈকত কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং কক্সবাজার ডিসি বাংলো এলাকার সরকারি কর্মচারীদের বরাদ্দকৃত প্লটে বসবাস করতেন। তার পিতা কক্সবাজার হিল টপ সার্কিট হাউসের কর্মচারী বলে জানা যায়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন যে শিশুটির মৃত্যু কয়েক ঘণ্টা আগেই হয়েছে।
এ ঘটনার পর কক্সবাজারের সাধারণ জনগণের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় শহরবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে।
শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয় এ ঘটনায় তারা মামলা দায়ের করবেন। ওসি ইলিয়াস খান জানান, রহস্যময় এই হত্যাকাণ্ডের খুনিদের খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান এই নির্মম ঘটনায় কক্সবাজারের সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে আরও বলেন, পর্যটন নগরী কক্সবাজারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। খুব শিগগিরই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।