বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
শরিফ আহমেদ, ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে প্রস্থুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, তাজপুর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমেদ, উপজেলা প্রকৗশলী আব্দুল্লাহ আল মামনু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ দিদারুল ইসলাম কায়েস, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন রশিদ প্রমুখ।
সভায় যুবসমাজের সৃজনশীলতা ও সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নিতে নানা কর্মসূচি প্রনয়ন ও উৎসবকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। উৎসবে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারুণ্যের উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরা হবে। তারুণ্যের উৎসব উদযাপনের মাধ্যমে তরুণদের প্রতিভা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।