শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত তালিবান শাসিত আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রম প্রকল্পের ব্যাপারে ওই দারিদ্র পীড়িত দেশকে সহযোগিতা করতে বুধবার প্রতিশ্রুতি দিয়েছে। আফগানিস্তান বহু বছর ধরে ধ্বংসাত্মক যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন।
এনডিটিভির খবরে বলা হয়, দিল্লির নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
পক্ষান্তরে তালেবান সরকারের প্রতিনিধি হিসেবে ওই বৈঠকে যোগ দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকি। কাবুল ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে উভয় পক্ষ।
প্রতিবেদনে বলা হয়, দুই দেশের কর্মকর্তারা মানবিক সহায়তা, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন সহায়তা, খেলাধুলা, সাংস্কৃতিক বন্ধনসহ আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বেশ জোর দিয়েছেন। এ ছাড়া জাতীয় স্বার্থে যৌথ প্রকল্পের ওপর বেশ জোর দিয়েছেন তারা।
এ ক্ষেত্রে ইরানের চাবাহার বন্দর নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ভারত-আফগানিস্তানের স্থলসীমান্তের বিষয়ে আলোকপাত করেছেন বিক্রম মিশ্রি। দ্বিপক্ষীয় ওই বৈঠকে কাবুলের স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরো মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সংশ্লিষ্ট খাতে ওষুধ সরবরাহ এবং শরণার্থীদের পুনর্বাসনের বিষয়টিও তুলে ধরেছে দিল্লি।
আফগান জনগণের জরুরি উন্নয়নমূলক চাহিদা পূরণে সাড়া দেওয়ার জন্য নয়াদিল্লি কাবুলকে তার প্রস্তুতির কথা জানিয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চাহিদার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দ্রুতই উন্নয়ন প্রকল্পে জড়িত হওয়ার কথা বিবেচনা করবে ভারত।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের প্রতি কাবুলের সংবেদনশীলতার কথা তুলে ধরেন এবং এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে চাবাহার বন্দরের ব্যবহারকে উৎসাহিত করার বিষয়েও একমত হয়েছে উভয় দেশ।