বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
কোহিনুর হেলাল, কক্সবাজারঃ বুধবার ৮ জানুয়ারি রাত ১১টায় কক্সবাজারের উখিয়া উপজেলার সিকদার বিল গ্রামে মাদরাসাতুন নুর আয়োজিত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা জনাব ড. আ.ফ.ম খালিদ হোসেন। সম্মেলনে তিনি ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনা সরেজমিনে তুলে ধরেন।
যথাযথভাবে যাকাত আদায় করা হলে আগামী দশ বছরে বাংলাদেশে আর কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, প্রতি বছর প্রায় ২৭ হাজার কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব, যা সঠিকভাবে ব্যবহৃত হলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে সিনিয়র আলেম-ওলামাদের সমন্বয়ে একটি যাকাত বোর্ড গঠন করা হয়েছে, যা যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ এবং উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
ধর্ম উপদেষ্টা তাঁর বক্তব্যে আরও বলেন, “যাকাত আদায়ের মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করা সম্ভব। আমাদের দেশে যাকাত ব্যবস্থার উন্নয়ন হলে দরিদ্র জনগোষ্ঠী স্বাবলম্বী হতে পারবে, এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে।”