শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সবার হাতে নতুন বই পৌঁছে দেয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে যেত তিন থেকে চার মাস পর। এবার আগামী মাসের মধ্যে সবার হাতে বই পৌঁছে যাবে। আগামী বছর থেকে জানুয়ারির ১ তারিখেই সবার হাতে বই তুলে দেয়া হবে বলেও জানান শফিকুল আলম।
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা দ্রুত দূর করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঢাকার যানজট নিরসনেও আজ কেবিনেটে আলোচনা হয়েছে।