শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ বাহরাইনের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আব্দুল্লাহ বিন আদেল ফাখরুর সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।
স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) বাহরাইনের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়।
বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশীদ তালুকদারও উপস্থিত ছিলেন।
এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের কল্যাণে নেওয়া উদ্যোগ দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।