শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
তারুণ্যের উৎসব উদযাপনে ওসমানীনগরে প্রস্থুতি সভা ফেব্রুয়ারি মধ্যেই সবার হাতে নতুন বই যাবে: শফিকুল আলম পীরগঞ্জে তারুণ্যের উৎসব পালিত সরাইলে ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক প্রায় ২ কোটি ৬৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস্ সামগ্রী আটক লামায় ব্যবসায়িকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় সবক ও দোয়া অনুষ্ঠিত ৫৭ হাজার কোটি টাকা একাই লুট করেছেন ‘দরবেশ’ বাহরাইনের শিল্পমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক দেশে ভিক্ষা করার লোক খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে মানব পাচারকারীর দালাল সহ আটক ২

মেসি নয়, ইয়ামালের আইডল নেইমার

ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামালের তুলনা করা হচ্ছিল। সেই সামর্থ্য অবশ্য ১৭ পেরোনোর আগেই দেখিয়ে যাচেছন তিনি। এরইমধ্যে স্পেনকে ইউরো জিতিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়। ব্যালন ডি’অরে কোপা ট্রফি জেতার পর বর্ষসেরা গোল্ডেন বয়েরও পুরস্কার জিতেছেন। তবে এবার ভক্তদের কী হৃদয় ভাঙলেন লামিনে ইয়ামাল? মেসি নয়, নিজের ফুটবল আদর্শ হিসেবে নেইমারের নাম নিয়েছেন তিনি।

চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই তরুণ তুর্কী এই মৌসুমে বার্সেলোনার জার্সিতেও সমান উজ্জ্বল। দুইবার চোটে পড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তিনি গোল করেন ৬টি, অবদান রাখেন সতীর্থদের ১১টি গোলে। মেসির সঙ্গে তুলনা করে মনে করা হচ্ছিল মেসিকেই আদর্শ মানে ইয়ামাল। কিন্তু ইয়ামাল মেসি ভক্তদের হৃদয় ভেঙে জানালেন, মেসি নয় তার ফুটবলের আইডল হলেন নেইমার জুনিয়র।

সম্প্রতি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল নিজের আদর্শ, ভবিষ্যৎ এবং বার্সেলোনার জীবন নিয়ে কথা বলেন। নিজের ফুটবল আদর্শ নিয়ে ইয়ামাল বলেছেন, ‘‘সান্তোসের নেইমার আমার আদর্শ। তাকে দেখা সত্যিই অবিশ্বাস্য কিছু। হ্যাঁ এটা সত্য মেসিও দুর্দান্ত। কিন্তু নেইমার সম্পূর্ণ আলাদা।’’ নেইমারকে তারকা এবং ফুটবলের কিংবদন্তি বলতে দ্বিধা করেননি ইয়ামাল।

নেইমার বার্সেলোনাতে ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত কাটিয়েছেন। ১২৩ লা লিগার ম্যাচে ৬৮ গোল করেছেন। একাধিক ট্রফি জিতেছেন। যেখানে দুইটি লা লিগা রয়েছে। জিতেছেন ২০১৫ চ্যাম্পিয়নস লিগ। নেইমার যখন বার্সেলোনায় ছিলেন তখন ইয়ামাল বার্সেলোনার একাডেমিতে কাটিয়েছেন। খুব কাছ থেকেই দেখেছেন নিজের আদর্শ, বার্সেলোনার তারকাকে। এজন্য তার হৃদয়ে গেঁথে আছে নেইমার।

বার্সেলোনায় নিজের ক্যারিয়ার লম্বা করার কথা বলেছেন ইয়ামাল, ‘‘বার্সেলোনা আমার জীবনের অংশ। আমার ক্লাব। আশা করছি শিগগিরিই তাদের সঙ্গে চুক্তি নবায়ন করবো। যতটা সম্ভব লম্বা ক্যারিয়ার গড়ার চেষ্টা করবো। আমি বার্সেলোনার হয়ে খেলতে আগ্রহী। এজন্যই ক্যারিয়ার বড় করতে চাই।’’

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com