শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
ওমর, বিভাগীয় ব্যূরো চীফ সিলেটঃ জেলা হবিগঞ্জের মাধবপুরে ৯ই জানুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক রাত ০০:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৬/৫-এস হইতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালঞ্চপুর নামক স্থান হইতে তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা-কানুন ব্যবহার করে ১ জন মানব পাচারকারীর দালাল সহ ২ জন বাংলাদেশী নাগরিক সর্বমোট ৩ জনকে অবৈধভাবে ভারতে গমনকালে আটক করে ।
আটককৃত (ক) মোঃ সুজন মিয়া (৩৭), পিতা-মোঃ ইব্রাহিম আলী,গ্রামঃ-রসুলগঞ্জ বাজার,পোষ্টঃ-রসুলগঞ্জ বাজার, থানাঃ- জগন্নাথপুর,জেলাঃ-সুনামগঞ্জ।
(খ) শীলা খাতুন(২৬),স্বামী-মোঃ সুজন মিয়া,পিতা-মৃত সিরাজুল ইসলাম,গ্রামঃ-রসুলগঞ্জ বাজার,পোষ্টঃ-রসুলগঞ্জ বাজার,থানাঃ-জগন্নাথপুর, জেলাঃ-সুনামগঞ্জ (সুজন মিয়ার স্ত্রী)।
(গ) মোঃ সজীব মিয়া(২৮), পিতা- রঙ্গু মিয়া,গ্রামঃ-মালঞ্চপুর,পোষ্টঃ- ধর্মঘর,থানাঃ-মাধবপুর,জেলাঃ- হবিগঞ্জ (মানব পাচারকারীর দালাল)।
আটককৃত অবৈধভাবে ভারতে গমনেচ্ছু বাংলাদেশী নাগরিকদের কে জিজ্ঞাসাবাদে জানা যায়, মানব পাচারকারীর দালাল মোঃ সজীব মিয়া এর মাধ্যমে প্রতিজন দশ হাজার টাকার বিনিময়ে সুজন মিয়ার স্ত্রী শীলা খাতুন এর চিকিৎসার উদ্দেশ্যে ভারতের কলকাতায় গমনের সময় ধর্মঘর বিওপির টহলদলের নিকট আটক হয়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের নিকট হইতে এন্ড্রয়েড মোবাইল ফোন-২টি পাওয়া যায়। আটককৃত মানব পাচারকারীর দালাল’সহ ৩ জন বাংলাদেশী নাগরিকদের মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি (অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।