শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
কোহিনুর আক্তার, কক্সবাজারঃ কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে টমটম ইজিবাইক গাড়ি গতিরোধ করে মোহাম্মদ ফোরকান (৩৭) নামের এক প্রবাসীকে অপহরণের চেষ্টা চালিয়ে বেদড়ক পিটিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। ওইসময় তাঁর কাছ থেকে লুটে নিয়ে গেছে নগদ টাকা ও মোবাইল ফোন।
গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে চকরিয়া বদরখালী সড়কের পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লম্বা রাস্তার উপর থেকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ওই প্রবাসিকে অপহরনকারীরা তাদের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় সাহারবিলের রামপুর স্টেশন এলাকায় সড়কে ব্যারিকেট দেন বিক্ষুব্ধ জনতা। ওইসময় অবস্থা বেগতিক দেখে স্থানীয় ওয়াহেদুল ইসলাম (৩৫) নামের পথচারীকে চাপা দিয়ে অপহরনকারীরা তাদের ব্যবহৃত মাইক্রোবাস (রেজি: ঢাকা-মেট্রো-চ-১১-৬৪৯৩) গাড়িটি পুনরায় বদরখালীর দিকে রওনা দেয়। এ অবস্থায় বিক্ষুব্ধ জনতা গাড়িটির পেছন থেকে ধাওয়া করলে কিছুদুর সামনে গিয়ে চোয়ারফাড়ি বাজারের পুরাতন রাস্তায় গাড়িটি ফেলে পালিয়ে যায় অপহরনকারী দুবৃর্ত্তরা।
ঘটনার পর আহত দুইজনকে উদ্ধার করে রাত সাড়ে দশটার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত প্রবাসি মোহাম্মদ ফোরকান উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভেরুয়াখালী পাড়ার জয়নাল আবেদীনের ছেলে। অপর আহত ওয়াহেদুল ইসলাম সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।
এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে অপহরণ চেষ্টার শিকার প্রবাসি ফোরকানের পিতা জয়নাল আবেদীন (৬০) বাদি হয়ে চকরিয়া থানায় ৬ জন অজ্ঞাতনামা অপহরনকারীর বিরুদ্ধে একটি এজাহার দিয়েছেন।
এজাহারে বাদি জয়নাল আবেদীন বলেন, আমার ছেলে মো: ফোরকান দুবাই প্রবাসে এসি মিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে। প্রায় ২মাস পূর্বে ছুটিতে বাড়িতে এসেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর চিরিঙ্গা থেকে একটি টমটম গাড়িতে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে নয়টার দিকে বর্ণিত ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাতনামা ৬জন দুবৃর্ত্ত পূর্ব পরিকল্পিতভাবে পেছন থেকে একটি টিআর.এক্স মাইক্রোবাস গাড়িতে করে এসে আমার ছেলের টমটম গাড়ীর সামনে গতিরোধ করে। একপর্যায়ে তাঁরা আমার ছেলের নাম ফোরকান কি-না, দুইটি বিয়ে করেছে কি না জিজ্ঞাসা করে। এ অবস্থায় অপহরনকারীরা টমটম গাড়ি থেকে টানা-হেঁছড়া করে নামিয়ে আমার ছেলেক জোরপূর্বক তাদের গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যাচ্ছিল। এরমধ্যেই তাঁরা গাড়ির ভেতরে আমার ছেলের ডান চোখের ভ্রুতে ধারালো ছুরি দিয়ে ও তাদের হাতে থাকা বন্দুকের বাট দিয়ে আমার ছেলের বুকে, পিটে, কোমরে ও সর্বশরীরে উপর্যপুরি আঘাত করে।
বাদি এজাহারে আরও বলেন, ঘটনার একপর্যায়ে অপহরনকারীরা আমার ছেলের কাছে থাকা নগদ ৭৫হাজার টাকা ও দুবাইর ৫৫০ দেরহাম (বাংলার ১৮ হাজার ৭০০ টাকা) এবং ১৮ হাজার টাকা দামের ব্যবহৃত ১টি রেডমি স্মার্ট মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। গাড়ির ভেতরে আমার ছেলে “বাঁচাও-বাঁচাও” শোর- চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তা টের পেয়ে অপহরনকারীরা আমার ছেলেকে নিয়ে তাদের গাড়িটি ইলিশিয়া বাজার থেকে পুনরায় পূর্ব দিকে রামপুর ষ্টেশনে পৌঁছে। সেখানে বিক্ষুব্ধ জনতা সড়কে ব্যারিকেট দিয়ে গাড়িটি আটক করার চেষ্টা করে।
এসময় অবস্থা বেগতিক দেখে অপহরণকারীরা তাদের ব্যবহৃত গাড়িটি বেপরোয়া গতিতে চালিয়ে ফের সড়কের পশ্চিম দিকে পালিয়ে যায়। এসময় রামপুর স্টেশন এলাকার ওয়াহেদুল ইসলাম নামের এক পথচারীকে স্বজোরে চাপা দেয়। এতে তাঁর ডান পায়ের হাঁটু, কব্জি ও কোমরের হাঁড় ভেঙে আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা অপহরনকারী চক্রের পেছনে ধাওয়া করলে একপর্যায়ে তাঁরা গাড়িটি চালিয়ে চোঁয়ারফাড়ি ষ্টেশনের পূর্ব পার্শ্বে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অপহরনকারী চক্রের গাড়িটি জব্দ করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূইয়া বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়।
অপহরনকারী চক্রের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।